নিজস্ব প্রতিবেদক : শ্রেষ্ঠ জীবন কোম্পানী ন্যাশনাল লাইফ ৫টি ক্যাটাগরীতে সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২ অর্জন করেছে। গত ২২ সেপ্টেম্বর হোটেল সোনারগাঁও এ সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট আয়োজিত অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন হাতে এ পুরষ্কার তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
এ সময় বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোরশেদ আলম এমপি, সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিটের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন আশা জয়ামানে উপস্থিত ছিলেন।
ন্যাশনাল লাইফের অর্জিত পুরস্কার সমূহ হচ্ছে, বেস্ট লাইফ ইনস্যুরেন্স কোম্পানী ইন প্রাইভেট সেক্টর, সাস্টেনেবল ইনস্যুরেন্স কোম্পানী অব দা ইয়ার, বেস্ট সিইও অব দা ইয়ার ইন ইনস্যুরেন্স সেক্টর, আউট স্ট্যান্ডিং এইচ আর লিডার শীপ অব দা ইয়ার এবং কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপি ব্যাংক বীমাসহ দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য ‘ইমিনেন্ট বিজনেস আইকন এন্ড লিডিং এন্টারপ্রিনিয়র অব বাংলাদেশ’ অর্জন করেন।