বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক লিমিটেড এর মধ্যে চুক্তি স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক কর্তৃক গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধিকল্পে ১০০০.০০ (এক হাজার) কোটি টাকার একটি বিশেষ পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়।
স্কিমের আওতায় ঋণ কার্যক্রম পরিচালনা করার জন্য ২৫-০৯-২০২২ তারিখে বাংলাদেশ ব্যাংকের সংগে অগ্রণী ব্যাংক লিমিটেড এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব মোঃ মুরশেদুল কবীর এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক জনাব মোঃ আবুল কালাম আজাদ ।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ,কে,এম সাজেদুর রহমান খান, নির্বাহী পরিচালক ও অগ্রণী ব্যাংকের পর্যবেক্ষক মোঃ আওলাদ হোসেন চৌধুরী, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (ক্রেডিট) ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং ক্রেডিট ডিভিশনের বিভাগীয় প্রধান জনাব মোঃ সোলায়মান মোল্লা উপস্থিত ছিলেন।
এছাড়াও বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।