আইসিএসবির ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার (১ অক্টোবর) রাজধানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত হযয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মুজাফফর আহমেদ ।
প্রেসিডেন্ট সভায়,২০২১ সালের কাউন্সিল রিপোর্ট উপস্থাপন করেন। ২০২১ সালের ৩১শে ডিসেম্বর সমাপ্ত ইনস্টিটিউটের ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী পেশ করেন। পরে উপস্থিত সদস্যরা ইনস্টিটিউটের কাউন্সিল রিপোর্ট এবং আর্থিক বিবরণি অনুমোদন করেন। একই সাথে মেসার্স এ. কাসেম এন্ড কোং,চার্টার্ড একাউন্টান্টস ফার্মকে ২০২২ সালের বহিঃ হিসাব নিরীক্ষক হিসাবে নিয়োগ প্রদান করেন।
সভার পরবর্তীভাগে পঞ্চম কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়।
আইসিএসবির প্রেসিডেন্ট তার বক্তব্যে ইনস্টিটিউটের ধারাবাহিক কার্যক্রম এবং সাফল্য তুলে ধরেন।
অনুষ্ঠানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মোঃ আজিজুর রহমান এফসিএস, ভাইস প্রেসিডেন্ট, মোঃ সেলিম রেজা এফসিএস, ট্রেজারার সেলিম আহমেদ, কাউন্সিল সদস্যবৃন্দ এবং ইনস্টিটিউটের সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা,মোঃ জাকির হোসেন উপস্থিত ছিলেন।