আজ: রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ইং, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ অক্টোবর ২০২২, সোমবার |

kidarkar

বিশ্বকাপের ওয়ার্ম আপ পর্ব শুরু

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের অষ্টম আসর বসতে যাচ্ছে অস্ট্রেলিয়ায় মাটিতে। ১৬ অক্টোবর থেকে বাছাইপর্বের ম্যাচ শুরু। তার আগে আজ সোমবার (১০ অক্টোবর) থেকে শুরু বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচের আনুষ্ঠানিকতা। এরপর ২২ অক্টোবর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়া বিশ্বকাপের মূল পর্বের লড়াই।

এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ১৬টি দলের সব দলই পাচ্ছে দুটো করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ। যেখানে আগামীকাল প্রথম দিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ মোকাবিলা করবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ড লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে।

ওয়ার্মআপ ম্যাচে বাংলাদেশের প্রথম খেলা রয়েছে আফগানিস্তানের বিপক্ষে ১৭ অক্টোবরে। এরপর নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ১৯ অক্টোবর মাঠে নামবেন সাকিব-সোহানরা। ত্রিদেশীয় সিরিজ শেষে নিউজিল্যান্ড থেকে সরাসরি বিশ্বকাপে অংশ নিতে অস্ট্রেলিয়ার বিমানে উঠবে বাংলাদেশ দল।

ওয়ার্ম আপ ম্যাচের সূচি-

১০ অক্টোবর: ওয়েস্ট ইন্ডিজ-সংযুক্ত আরব আমিরাত, জাংশন ওভাল
১০ অক্টোবর: স্কটল্যান্ড-নেদারল্যান্ডস, জাংশন ওভাল
১১ অক্টোবর: শ্রীলংকা-জিম্বাবুয়ে, এমসিজি
১১ অক্টোবর: নামিবিয়া-আয়ারল্যান্ড, এমসিজি
১২ অক্টোবর: ওয়েস্ট ইন্ডিজ-নেদারল্যান্ডস, এমসিজি
১৩ অক্টোবর: জিম্বাবুয়ে-নামিবিয়া, জাংশন ওভাল
১৩ অক্টোবর: শ্রীলংকা-আয়ারল্যান্ড, জাংশন ওভাল
১৩ অক্টোবর: স্কটল্যান্ড বনাম সংযুক্ত আরব আমিরাত, এমসিজি
১৭ অক্টোবর: অস্ট্রেলিয়া-ভারত, গ্যাবা
১৭ অক্টোবর: নিউজিল্যান্ড-সাউথ আফ্রিকা, অ্যালান বোর্ডার ফিল্ড
১৭ অক্টোবর: ইংল্যান্ড-পাকিস্তান, গ্যাবা
১৭ অক্টোবর: আফগানিস্তান-বাংলাদেশ, অ্যালান বোর্ডার ফিল্ড
১৯ অক্টোবর: আফগানিস্তান-পাকিস্তান, গ্যাবা
১৯ অক্টেবার: বাংলাদেশ-সাউথ আফ্রিকা, অ্যালান বোর্ডার ফিল্ড
১৯ অক্টোবর: নিউজিল্যান্ড-ভারত, গ্যাবা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.