ব্যাপক পতন পুঁজিবাজারে
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পতনেও বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। কিন্তু অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৪৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪১৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩১৪ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৬৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯ টির, দর কমেছে ১৬৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮২ টির।
ডিএসইতে এক হাজার ৪১৭ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৪৭ কোটি ৬৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ১৬৯ কোটি ৮৩ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৯ পয়েন্টে।
সিএসইতে ২৪৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১টির দর বেড়েছে, কমেছে ১১৯টির আর ১০৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।