আজ: শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ইং, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ অক্টোবর ২০২২, সোমবার |

kidarkar

পটুয়াখালীর বাউফলে চিকিৎসকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর বাউফল ও দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কথামনি ডায়াগনোস্টিক সেন্টার, সেবা ক্লিনিক ও নিউ জিসান ডায়াগনস্টিক সেন্টার দশমিনা এর চিকিৎসক সারমিন নাহার বিথীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। তিনি ওই ডায়াগনোস্টিক সেন্টারগুলোতে রোগীকে অজ্ঞান করে আবার নিজেই সিজার অপারেশন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়মানুযায়ী সিজারিয়ান টিমে ১জন সার্জন, ১ জন অ্যানেসথলজিস্ট, ১জন স্বাস্থ্য সহকারি, ২জন নার্স ও একজন আয়া থাকবেন। কিন্তু সারমিন নাহার বিথী একাই অ্যানেসথলজিস্ট ও সার্জনের দায়িত্ব পালন করছেন।

সারমিন নাহার বিথীর ভাষ্যমতে তিনি ২০১৪ সালে দিনাজপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন কিন্তু তিনি এর স্বপক্ষে যথাযথ কাগজ দেখাতে পারেননি এবং তিনি আরো জানান তিনি অ্যানেসথেশিয়া ও সার্জারির উপর প্রশিক্ষণ নেন কিন্তু কোথা হতে তিনি এই ডিগ্রি অর্জন করেছেন তা জানাননি। দীর্ঘদিন থেকে বাউফল ও দশমিনায় বিভিন্ন ক্লিনিকে নিয়ম বহির্ভূতভাবে তিনি একত্রে অ্যানেসথেসিয়া ও সার্জারি করে যাচ্ছেন।

কোন প্রসূতির সিজার অপারেশন করতে হলে বিশেষজ্ঞ সার্জন হতে হয়। সেক্ষেত্রে ডাঃ বিথী আইন কানুনের তোয়াক্কা না করে দেদারসে সিজার অপারেশন করে যাচ্ছেন। বিষয়টি নিয়ে সাধারণ চিকিৎসকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ডাঃ সারমিন নাহার বিথীর সাথে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করতে রাজী হননি। বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা বলেন, খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.