ইবিএলের সাথে আইনী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান উকিলের চুক্তি
নিজস্ব প্রতিবেদক : আইনী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান উকিলের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।
সম্প্রতি ঢাকায় ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং আইনী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান উকিলের সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ব্যারিস্টার নাদিয়া চৌধুরী একটি চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তির অধীনে ইবিএল নারী গ্রাহকরা হ্রাসকৃত ফিতে উকিল থেকে আইনী সেবার পাশাপাশি ফ্রি কনসাল্টেশন সুবিধা পাবেন।
এসময় ইবিএল হেড অব বিজনেস সৈয়দ জুলকার নায়েন, হেড অব লায়াবিলিটি এন্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শারমিন আতিক, ওমেন ব্যাংকিং একটিং হেড নাতাশা কাদের; উকিলের কেস ম্যানেজার নাদিয়া ইসলাম উপস্থিত ছিলেন।