দর বাড়ার শীর্ষে পেনিনসুলা চিটাগং
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পেনিনসুলা চিটাগং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১৩৮ বারে ৩৫ লাখ ২৪ হাজার ৯৯৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৭৫ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ১৫৮ বারে ৬ লাখ ২২ হাজার ৭৬৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ২৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা নাভানা সিএনজির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪১৩ বারে ২৭ লাখ ৩৯ হাজার ৩৯৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৯৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফারইস্ট নিটিংয়ের ৯.৭৫ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়েরপ ৯.৪১ শতাংশ, ফার কেমিক্যালের ৯.৩২ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৮.৭৭ শতাংশ, মনোস্পুল পেপারের ৮.৭৪ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৮.২৪ শতাংশ এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৭.১০ শতাংশ বেড়েছে।