এবি ব্যাংকের জে.পি. মরগানের পুরস্কার প্রাপ্তি
নিজস্ব প্রতিবেদক : এবি ব্যাংক সম্প্রতি জে.পি. মরগান ব্যাংক থেকে “২০২২ ইউএস ডলার ক্লিয়ারিং কোয়ালিটি রিকগনিশন অ্যাওয়ার্ড” পেয়েছে। জে.পি. মরগান ১৯৯৭ সাল থেকে তাদের প্রতিসঙ্গি-ক্লায়েন্ট ব্যাংকের ধারাবাহিক ও উচ্চ মানের কার্যক্রমের স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্বব্যাপী এই পুরস্কার দিয়ে আসছে।
জে.পি. মরগান চেজ ব্যাংক এন.এ. এর ঢাকাস্থ বাংলাদেশ প্রতিনিধি অফিসের প্রধান ও নির্বাহী পরিচালক সাজ্জাদ আনাম উপরোক্ত বিষয়ে স্বীকৃতি সরূপ সনদপত্র ও ক্রেস্ট প্রদান করেন এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালকে। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।