মার্কেট মেকারের প্রথম সনদ পেল গ্রীন ডেল্টা সিকিউরিটিজ
বাজার সৃষ্টিকারী (মার্কেট মেকার) হিসাবে ডিএসই’র পক্ষ থেকে প্রথম অনুমোদন পেয়েছে গ্রীন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেড। বাজারে তারল্য ও উপযুক্ত মূল্য নিশ্চিত হয়ে পণ্য এবং মার্কেট বৈচিত্রায়নে কাজ করছে। যা বাজার সৃষ্টিকারী ছাড়া অনেকটাই অসম্ভব। যেমন: এটিএফ এবং তালিকাভুক্ত কোম্পানির টেকসই উন্নয়নের জন্য বাজার সৃষ্টিকারীদের ভূমিকা আবশ্যক।
মঙ্গলবার (১৮ অক্টোবর) রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং গ্রীন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালিকদের উপস্থিতিতে গ্রীন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেডকে বাজার সৃষ্টিকারী (মার্কেট মেকার) এর নিবন্ধন সনদ প্রদান করা হয়।
গত ২৬ শে সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্কেট মেকার) বিধিমালা ২০১৭ অনুসরণ করে গ্রীন ডেল্টা সিকিউরিটিজকে নিবন্ধন সনদ ইস্যু করা হয়।