জে.পি. মরগান চেজ ব্যাংকের পুরস্কার পেয়েছে মার্কেন্টাইল ব্যাংক
নিজস্ব প্রতিবেদক :মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সম্প্রতি জে.পি. মরগান চেজ ব্যাংক এন.এ. থেকে ‘২০২২ ইউএস ডলার ক্লিয়ারিং এলিট কোয়ালিটি রিকগনিশন অ্যাওয়ার্ড’ এবং ‘২০২২ গ্লোবাল ক্লিয়ারিং এলিট কোয়ালিটি রিকগনিশন অ্যাওয়ার্ড’ অর্জনের জন্য সনদপত্র এবং ক্রেস্ট লাভ করেছে।
মার্কেন্টাইল ব্যাংকের ফান্ড ট্রান্সফার অপারেশন পরিচালনার বিশেষ দক্ষতার স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড অর্জন করেছে। মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন জে.পি. মরগান চেজ ব্যাংক এন.এ. -এর বাংলাদেশ প্রতিনিধি অফিসের প্রধান ও নির্বাহী পরিচালক সাজ্জাদ আনাম।
এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহম্মদ এবং এসইভিপি ও হেড অব আইডি মোহাম্মদ ইকবাল রেজওয়ান সহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।