আজ: বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ইং, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ অক্টোবর ২০২২, রবিবার |

kidarkar

ফ্রেন্ডশিপ সৌর বিদ্যুৎ গ্রাম চালু করতে এগিয়ে এলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : ব্রহ্মপুত্রের বুকে প্রত্যন্ত চরে বিদ্যুতের চাহিদা পূরণে প্রতিষ্ঠিত হচ্ছে সোলার ভিলেজ বা সৌর গ্রাম। কুড়িগ্রামে উলিপুর উপজেলার চর ঘুঘুমারীতে প্রতিষ্ঠিত হচ্ছে ৫৪ কিলোওয়াট ক্ষমতার এই সৌর বিদ্যুৎ প্রকল্প। যৌথভাবে সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে আন্তর্জাতিক সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশ- এসসিবি। চর ঘুঘুমারীতে প্রতিষ্ঠিত সৌর বিদ্যুৎ প্রকল্পের নাম দেয়া হয়েছে ‘ফ্রেন্ডশিপ-এসসিবি সোলার ভিলেজ প্রকল্প। এ উপলক্ষে রাজধানীর বারিধারায় ফ্রেন্ডশিপের প্রধান কার্যালয়ে আয়োজন করা হয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রুনা খান এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ব্রহ্মপুত্র নদের মাধ্যমে কুড়িগ্রামের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন উলিপুর উপজেলার চর ‘ঘুঘুমারী’। প্রকল্পের আওতায় চরে ১৫০ পরিবারের মাধ্যমে ৭৫০ জনের বেশি বাসিন্দা পাচ্ছেন ৩ ধরণের সেবা। বিদ্যুৎ সুবিধার পাশাপাশি টেকসই উন্নয়নে প্রতি পরিবারকে দেয়া হচ্ছে স্থানীয় পরিবেশ উপযোগি বিভিন্ন ধরণের বহুবর্ষজীবী গাছ। আর সুপেয় পানির জন্য দেয়া হচ্ছে ৬০টি টিউবওয়েল। ২০২৩ সালের নাগাদ বাসিন্দাদের মাঝে সুবিধাগুলো নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করেন প্রকল্প সংশ্লিষ্টরা।

চর ঘুঘুমারীতে সোলার ভিলেজ বা সৌর গ্রাম প্রতিষ্ঠার কারণ তুলে ধরেন ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রুনা খান। তিনি বলেন, ব্রহ্মপুত্র নদী গর্ভের দুর্গম চরে মূল গ্রীড থেকে বিদ্যুৎ সরবরাহ করা খুব কঠিন। তাই বিদ্যুৎ সুবিধা নিশ্চিতে বেছে নেয়া হয়েছে চর ঘুঘুমারীকে। প্রত্যন্ত চরকে আলোকিত করার পাশাপাশি বন্যা-নদী ভাঙ্গনের মত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রকল্পের গাছপালাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও ফ্রেন্ডশিপের নির্বাহী পরিচালক।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বলেন, সৌর বিদ্যুৎ সুবিধার ফলে স্থানীয়দের আয়-উন্নতিতে বড় ধরণের পরিবর্তন আসবে, শিশুদের লেখা-পড়ায় তৈরি হবে নতুন সুযোগ। এর পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেরোসিনের বাতি ও চুলা’র নির্ভরশীলতা কমিয়ে নিশ্চিত করবে স্থানীয়দের নিরাপত্তা ও সুরক্ষা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের কর্পোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড এন্ড মার্কেটিং বিভাগের প্রধান বিটোপি দাস চৌধুরী, পরিচালক আমির রাশেদ খান, ফ্রেন্ডশিপের টেকসই অর্থনৈতিক উন্নয়ন বিভাগের প্রধান মোঃ কামাল উদ্দিন এবং পার্টানারশীপ ডেভেলপমেন্ট বিভাগের সহকারী ম্যানেজার সালমান রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.