১২ ব্যাংকের ৯ মাসের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ
নিজস্ব প্রতিবেদক :পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত ১২টি কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২২) ও নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর, ২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সোমবার (৩১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকগুলো হলো- ব্যাংক এশিয়া, স্ট্যান্ডার্ড ব্যাংক, রূপালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনসিসি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ইসলামী ব্যাংক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক।
ব্যাংক এশিয়া: কোম্পানির চলতি অর্থবছরের ৯ মাসে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৬৮ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ২.৩৬ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ০.৩২ টাকা বা ১৩ শতাংশ বেড়েছে। এদিকে কোম্পানির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৮ টাকা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৬১ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ০.০৭ টাকা বা ১১ শতাংশ বেড়েছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪.৫১ টাকায়।
স্ট্যান্ডার্ড ব্যাংক: কোম্পানির চলতি অর্থবছরের ৯ মাসে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২৬ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.২৭ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ০.০১ টাকা বা ৪ শতাংশ কমেছে। এদিকে কোম্পানির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১১ টাকা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.০৫ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ০.০৬ টাকা বা ১২০ শতাংশ বেড়েছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর সমন্বিত কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.২১ টাকায়।
রূপালী ব্যাংক: কোম্পানির চলতি অর্থবছরের ৯ মাসে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২০ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৩৪ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ০.১৪ টাকা বা ৪১ শতাংশ কমেছে। এদিকে কোম্পানির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.০৯ টাকা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ০.০৩ টাকা। এ হিসেবে কোম্পানির লোকসান ০.০৬ টাকা বা ২০০ শতাংশ কমেছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭.৫৭ টাকায়।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক: কোম্পানির চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৫০ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ১.০৯ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ১.৪১ টাকা বা ১২৯ শতাংশ বেড়েছে। এদিকে কোম্পানির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.১১ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ০.৮৯ টাকা বা ৮০৯ শতাংশ বেড়েছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪.৩৭ টাকায়।
ট্রাস্ট ব্যাংক: কোম্পানির চলতি অর্থবছরের ৯ মাসে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৫৬ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ৩.৬৪ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ০.০৮ টাকা বা ২ শতাংশ কমেছে। এদিকে কোম্পানির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪১ টাকা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ১.৬২ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ০.২১ টাকা বা ১৩ শতাংশ কমেছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬.০২ টাকায়।
ব্র্যাক ব্যাংক: কোম্পানির চলতি অর্থবছরের ৯ মাসে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৫৩ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ২.৬৪ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ০.১৪ টাকা বা ৫ শতাংশ কমেছে। এদিকে কোম্পানির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০৬ টাকা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৯৫ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ০.১১ টাকা বা ১১ শতাংশ বেড়েছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯.৬৬ টাকায়।
এনসিসি ব্যাংক: কোম্পানির চলতি অর্থবছরের ৯ মাসে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০৫ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ১.৯১ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ০.১৪ টাকা বেড়েছে। এদিকে কোম্পানির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮০ টাকা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৭২ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ০.০৮ টাকা বেড়েছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৮৯ টাকায়।
আইএফআইসি ব্যাংক: কোম্পানির চলতি অর্থবছরের ৯ মাসে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯৪ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ১.২০ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ০.২৬ টাকা কমেছে। এদিকে কোম্পানির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪৩ টাকা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৩৩ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ০.১০ টাকা বেড়েছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৯৬ টাকায়।
মার্কেন্টাইল ব্যাংক: কোম্পানির চলতি অর্থবছরের ৯ মাসে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.২৫ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ৩.২২ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ০.০৩ টাকা বেড়েছে। এদিকে কোম্পানির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০৩ টাকা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ১.২৯ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ০.২৬ টাকা কমেছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪.৮৮ টাকায়।
ইউনিয়ন ব্যাংক: কোম্পানির চলতি অর্থবছরের ৯ মাসে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩৪ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ১.২৪ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ০.১০ টাকা বেড়েছে। এদিকে কোম্পানির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৬ টাকা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৩৭ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ০.১৯ টাকা বেড়ছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৩০ টাকায়।
ইসলামী ব্যাংক: কোম্পানির চলতি অর্থবছরের ৯ মাসে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৭১ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ২.৬৭ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ০.০৪ টাকা বেড়েছে। এদিকে কোম্পানির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬১ টাকা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৫৯ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ০.০২ টাকা বেড়ছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২.২৮ টাকায়।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক: কোম্পানির চলতি অর্থবছরের ৯ মাসে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২১ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ১.৫৪ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ০.৩৩ টাকা কমেছে। এদিকে কোম্পানির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৩৮ টাকা। এহিসেবে কোম্পানির মুনাফা ০.৩৫ টাকা কমেছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৪৩ টাকায়।