আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ নভেম্বর ২০২২, বুধবার |

kidarkar

বাংলাদেশে ইয়ানমার এগ্রি-টেকনোলজি পার্কের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের কৃষিকে আরেক ধাপ উঁচুতে নিয়ে যাওয়ার লক্ষ্যে ইয়ানমার, এসিআই মটরস্ এর সহযোগিতায় বাংলাদেশে একটি এগ্রি-টেকনোলজি পার্ক স্থাপন করতে চায়। এ পার্কে ইয়ানমারের আধুনিক ট্রাক্টর, হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার, সিডিং মেশিন ও পটেটো হারভেস্টার মেশিন প্রদর্শিত হবে সাধারণ মানুষের জন্য।

ইয়ানমার টেকনোলজি পার্ক স্থাপনের ঘোষণা উপলক্ষে মঙ্গলবার (১ নভেম্বর) ঢাকায় অবস্থিত ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত হয়েছে এক জমকালো অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ানমার এগ্রি-বিজনেস এর প্রেসিডেন্ট নাগামরি মাসুদা, এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা এবং এসিআই মটরস এর অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ। উক্ত অনুষ্ঠানে ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বাংলাদেশে ইয়ানমার এগ্রি-টেক্নোলজি পার্ক স্থাপনের ঘোষণা করেন।

এই এগ্রি-টেকনোলজি পার্ক স্থাপনের লক্ষ্যে ইয়ানমার এগ্রি বিজনেস এর প্রেসিডেন্ট নাগামরি মাসুদা বাংলাদেশের কৃষিমন্ত্রীর কাছে ২ ধরনের আধুনিক ট্রাক্টর, ৩ ধরনের ইয়ানমার কম্বাইন হারভেস্টার, ২ ধরনের ইয়ানমার ট্রান্সপ্লান্টার ও ইয়ানমার পটেটো হারভেস্টার হস্তান্তর করেন।

আধুনিক এই এগ্রি পার্ক চালু হলে বাংলাদেশের কৃষক, শিক্ষার্থী, কৃষিবিদ, কৃষি গবেষণাকারী প্রতিষ্ঠান ইয়ানমারের আধুনিক কৃষি যন্ত্রগুলো দেখার সুযোগ পাবে।

আধুনিক কৃষি যন্ত্রপাতি তৈরিতে ইয়ানমার আন্তর্জাতিকভাবে স্বনামধন্য কোম্পানি, যা ১৯১২ সালে ওসাকা, জাপানে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে ইয়ানমার বিশ্বের ১৩০টি দেশে আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ করে।

এসিআই মটরস্ বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান যা ২০০৭ সালে তাদের যাত্রা শুরু করে এদেশের কৃষিতে এক অনন্য অবদান রেখে আসছে।

২০১৮ এর নভেম্বর মাসে এসিআই মটরস্ বাংলাদেশে ধান ও গম হারভেস্টিং এর ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এবং শ্রমিক সংকট সমস্যা সমাধানের লক্ষ্যে সেরা মানের হারভেস্টার এবং ট্রান্সপ্লান্টার সরবরাহের জন্য ইয়ানমার এর সাথে চুক্তি স্বাক্ষর করার মাধ্যমে এক নতুন মাইলফলকে পৌঁছেছে। ২০২০ সালে করোনা মহামারীর পর থেকে এ পর্যন্ত এসিআই মটরস্ সারাদেশে ২৫০০ এর অধিক ইয়ানমার হারভেস্টার এবং ৫০০ ইউনিট ইয়ানমার ট্রান্সপ্লান্টার সরবরাহ করে দেশের খাদ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিতে সহায়তা করে আসছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.