আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার |

kidarkar

নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক : সব দলের অংশগ্রহণে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই বার্তা দিতেই ঢাকায় সফররত দেশটির ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের নিয়ে রোববার (৬ নভেম্বর) বৈঠক করেছেন।

তবে রাজনৈতিক দলগুলো বিশেষ করে, আওয়ামী লীগ ও বিএনপি নিজেদের অবস্থানেই অনড় ছিল। আওয়ামী লীগ ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে জানায়, বর্তমান সরকার তথা আওয়ামী লীগ সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। অন্যদিকে বিএনপি নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চেয়েছে।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বৈঠকেই আপত্তি জানায় আওয়ামী লীগ। দলটির ভাষ্য, তত্ত্বাবধায়ক ব্যবস্থায় আর ফিরে যাওয়া সম্ভব নয়। আর জাতীয় পার্টির পক্ষ থেকে দুই দলকে সমঝোতায় পৌঁছানোর বার্তা দেওয়া হয়েছে।

বৈঠকে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা নিজ নিজ দলের পক্ষে নেতৃত্ব দেন।

বৈঠকে আলোচনার বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা বলেন, সব দল যার যার অবস্থান তুলে ধরেছে। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন চেয়েছে। তাদের দাবি, বর্তমান সরকারের অধীনে অনেক রাজনৈতিক দল অংশ নেবে না। আর আওয়ামী লীগ বলেছে, তাদের সরকার ব্যবস্থায় ভালো নির্বাচন করা সম্ভব। তারা বলেছে, তত্ত্বাবধায়ক ব্যবস্থায় আর ফেরা যাবে না। আমরা বলেছি, দুই দলকেই সমঝোতায় পৌঁছাতে হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহারের বিষয়েও আলোচনা হয়েছে। উদাহরণ হিসেবে গত মাসে ইভিএম পদ্ধতিতে হওয়া গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে ভোট বাতিল করার প্রসঙ্গটি তুলেছে বিএনপি-জাতীয় পার্টি।

দেশের তিন রাজনৈতিক দলের বাহাস শোনার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিতের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.