আজ: শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ইং, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার |

kidarkar

এমটিবির নর্থ বিশিলি উপশাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি মিরপুর, ঢাকায় এমটিবি নর্থ বিশিলি উপশাখার উদ্বোধন করেছে।

বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু, সংসদ সদস্য, ঢাকা-১৪ ও সদস্য, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ প্রধান অতিথি হিসেবে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমানও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক ও সিবি, মোঃ খালিদ মাহমুদ খান; চিফ অপারেটিং অফিসার, মোঃ বখতিয়ার হোসেন;  হেড অব এমটিবি ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন ১, আব্দুল মান্নান; শাখা ব্যবস্থাপক, মিরপুর ২ শাখা, আজম খান, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট, মোঃ আনোয়ার পাশাসহ সদ্য যাত্রা শুরু করা এমটিবি নর্থ বিশিলি উপশাখার ইন-চার্জ, মোহাম্মদ শিবিরুল ইসলাম ভুঁইয়া এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.