আজ: শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ইং, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১২ নভেম্বর ২০২২, শনিবার |

kidarkar

সিএমপি কমিশনারের কাছে সিভিও পেট্রোকেমিক্যালের চেয়ারম্যানের ৫ লক্ষ টাকা অনুদান প্রদাণ

শেয়ারবাজার ডেস্ক:আঞ্জুমানের ভবন ও হাসপাতাল র্নিমাণে সিএমপি কমিশনারের নিকট ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করেন সংস্থার সহ-সভাপতি ও সিভিও পেট্রোক্যমিকেল রিফাইনারী লিমিটেডের চেয়ারম্যান শামসুল আলম শামীম।

শনিবার (১২ নভেম্বর) বেলা ১১ টায় সিএমপি’র সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার সিএমপি ও আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সভাপতি ও পুলিশ কমিশনার সিএমপি কৃষ্ণ পদ রায়, বিপিএ(বার), পিপিএম(বার) এর সভাপতিত্বে র্নিবাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

সভা সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী ও সহযোগিতায় ছিলেন কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী। শুরুতে সভার পক্ষ থেকে সভাপতি ও পুলিশ কমিশনার সিএমপি কৃষ্ণ পদ রায়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় সিএমপি’র পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এবং সহ- সভাপতি এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও তদন্ত) ও সহ- সভাপতি জনাব আ স ম মাহাতাব উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (সদর) ও নির্বাহী সদস্য প্রকৌশলী মোঃ আব্দুল ওয়ারীশ,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) শেখ শরীফ-উজ-জামান, সহকারী পুলিশ কমিশনার(ষ্টাফ অফিসার) আসিফ মাহমুদ গালিব, নির্বাহী কমিটির পক্ষে সভায় উপস্থিত ছিলেন সহ- সভাপতি মোঃ ইউসুফ সর্দার, শামসুল আলম শামীম, অধ্যাপক কাজী শাহাদাত হোসাইন, প্রফেসর ডাঃ মাহমুদ এ চৌধুরী আরজু, সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী , কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, র্নিবাহী সদস্য, আফতাব রহিম চৌধুরী(ফেরদাউস), হাজী জাহানারা বেগম, হরমুজ শাহ বেলাল, মোহাম্মদ ওসমান গনি, প্রকৌশলী এস এম শহীদুল আলম (টেকনিকেল ও ভবন র্নিমাণ কমিটি সদস্য), সহকারী পরিচালক, মোঃ সেলিম নাসের, হিসাব র্কমর্কতা মোঃ আব্দুল কাইয়ূম ও সাইট ইঞ্জিনিয়ার মোঃ আবিদুর রহমান সোহেল।

সংস্থার বহুতল ভবন ও হাসপাতাল র্নিমাণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়,আমন্ত্রনের মাধ্যমে আরও অধিক হারে আজীবন সদস্য করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বন্ধ থাকা ফ্রাইডে ক্লিনিক পূনরায় চালু করার সিদ্ধান্ত, চট্টগ্রামের ধনাঢ্য ব্যক্তিদের নিয়ে একটি ডিনার পার্টির আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সংস্থার সহ-সভাপতি ও সিভিও পেট্রোক্যমিকেল রিফাইনারী লিমিটেডের চেয়ারম্যান শামসুল আলম শামীম অত্র সংস্থার বহুতল ভবন ও হাসপাতাল র্নিমাণে ১ কোটি টাকা অনুদান ঘোষনা করেছিলেন। ইতো পুর্বে ১০ লক্ষ টাকা প্রদান করেছিলেন। অদ্যকার সভায় ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। এছাড়াও ফ্রাইডে ক্লিনিকের মাসিক যাবতীয় খরচ এবং আয়োজিত ডিনার পার্টির যাবতীয় খরচ প্রদান করবেন বলে ঘোষনা দেন।

সভার পক্ষ থেকে তাঁহাকে অভিনন্দিত জানানো হয়। সংস্থার আয়-ব্যয় হিসাব জানুয়ারী,২০২২ থেকে অক্টোবর,২০২২খ্রিঃ অনুমোদন করা হয়। সভায় হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ জনাব মোরশেদুল আলম কাদেরী ।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.