৩ কোটি শেয়ার ছাড়তে চায় লিগ্যাসি ফুটওয়্যার
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার অর্ডিনারি শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি নতুন শেয়ার ইস্যু করে অর্থ সংগ্রহের মাধ্যমে মূলধন বাড়াবে।
রোববার (১৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, লিগ্যাসি ফুটওয়্যারের পরিচালনা পর্ষদ ৩ কোটি অর্ডিনারি শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। অভিত মূল্য ১০ টাকা দরে প্রতিটি শেয়ার ছাড়া হবে। এর মাধ্যমে কোম্পানিটি ৩০ কোটি টাকা সংগ্রহ করবে, যা কোম্পানির চলতি মূলধনের ঘাটতি পূরণ করবে। কোম্পানির পরিচালক ও কৌশলগত বিনিয়োগকারীদের (যদি পাওয়া যায়) এই শেয়ার ইস্যু করবে।
কোম্পানির সামগ্রিক অর্থনৈতিক অবস্থায় বোনাস শেয়ার বা রাইট শেয়ার ইস্যু করে মূলধন বাড়ানোর সুযোগ নেই বলে, এভাবে নতুন শেয়ার ইস্যু করে মূলধন বাড়াতে চায় কোম্পানিটি। তবে এই সিদ্ধান্ত কার্যকরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি প্রয়োজন হবে।