আজ থেকে নতুন সময়সূচিতে পুঁজিবাজারের লেনেদন
শেয়ারবাজার ডেস্ক:সম্প্রতি সরকার অফিস সময়ের পরিবর্তন এবং ব্যাংকিং সময়সূচির পরিবর্তন করায় শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে লেনদেনের সময়সূচির পরিবর্তন করেছে।
নতুন সময়সূচি অনুযায়ী আজ, ১৫ নভেম্বর থেকে পুঁজিবাজারে নতুন নিয়মে লেনদেন হবে। অর্থাৎ সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে। প্রি-ওপেনিং সেশন হবে ৫ মিনিট; সকাল ৯:৫৫ টা থেকে ১০:০০ টা পর্যন্ত। পোস্ট ক্লোজিং সেশন ১০ মিনিট; বেলা ২:২০ টা থেকে ২:৩০ টা পর্যন্ত ।
গত ০৮ নভেম্বর বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।