আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৬ নভেম্বর ২০২২, বুধবার |

kidarkar

আইপিএলে দলগুলো যাদের রাখলো, যাদের ছেড়ে দিলো

স্পোর্টস ডেস্ক : আইপিএলের নিলাম আগামী ২৩ ডিসেম্বর কোচতে। তার আগে অনেক ক্রিকেটারকেই ছেড়ে দিয়েছে দলগুলো, অনেককে আবার ধরেও রেখেছে।

সানরাইজার্স হায়দরাবাদ এবার ছেড়ে দিয়েছেন কেন উইলিয়ামসনকে। চেন্নাই সুপার কিংস দলে দেখা যাবে না ডোয়াইন ব্রাভোকে। মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দেওয়ায় তো আইপিএল থেকে অবসরই নিয়ে নিয়েছেন কাইরন পোলার্ড।

পোলার্ড ছাড়াও মুম্বাই এবার ছেড়ে দিয়েছে ড্যানিয়াল স্যামস, বাসিল থাম্পি, ফ্যাবিয়ান অ্যালেনের মতো ক্রিকেটারদের। দলে রাখা হয়নি জয়দেব উনাদাতকেও।

চেন্নাই ব্রাভোকে ছেড়ে দিলেও রেখে দিয়েছে আম্বাতি রায়ডুকে। সেইসঙ্গে রয়ে গেছেন রবীন্দ্র জাদেজা, মঈন আলি, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়েরাও। অবসর নিয়েছেন রবিন উথাপ্পা। তিনিও নেই চেন্নাই দলে।

পাঞ্জাব কিংস ছেড়ে দিয়েছে তাদের গতবারের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালকে। তবে ধরে রেখেছে লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাদা, জনি বেয়ারস্টোকে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ছেড়ে দিয়েছে জেসন বেহেরনডর্ফকে। তিনি যোগ দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে। আর কোনও বড় নামকে ছাড়েনি তারা।

সানরাইজার্স হায়দরাবাদ শুধু উইলিয়ামসন নয়, একাধিক ক্রিকেটারকে ছেড়েছে। নিলামে তাই তাদের বলতে গেলে নতুন করে দল গড়তে হবে।

কলকাতা ছেড়ে দিয়েছে প্যাট কামিন্স, অ্যালেক্স হেলস এবং স্যাম বিলিংসকে। সেই সঙ্গে ছেড়ে দিয়েছে অ্যারন ফিঞ্চ, মোহম্মদ নবি, আজিঙ্ক রাহানে, শেল্ডন জ্যাকসনকেও।

তবে কেকেআর শিবিরে রয়ে গেছেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, টিম সাউদিরা। সেই সঙ্গে যোগ হয়েছেন রহমানউল্লাহ গুরবাজ, লুকি ফার্গুসন, শার্দুল ঠাকুর।

গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ছেড়ে দিয়েছে বরুণ অ্যারণ, গুরকিরাত সিংহের মতো ক্রিকেটারকে। তাদের দল থেকেই কলকাতায় গিয়েছেন গুরবাজ এবং ফার্গুসন।

দিল্লি ক্যাপিটালস শার্দুল ছাড়াও ছেড়ে দিয়েছে টিম শেইফার্ট, শ্রীকর ভরতের মতো ক্রিকেটারকে। তবে ধরে রেখেছে বাংলাদেশি পেস সেনসেশন মোস্তাফিজুর রহমানকে। রেখেছে অ্যানরিচ নরকিয়া, লুঙ্গি এনগিদি, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শের মতো তারকাদের।

রাজস্থান রয়্যালস ছেড়ে দিয়েছে ড্যারেল মিচেল, জিমি নিশাম, করুন নায়ার, নাথান কুল্টার নাইলেকে। লখনৌ সুপার জায়ান্টস ছেড়ে দিয়েছে অ্যান্ড্রু টাই, জেসন হোল্ডার, এভিন লুইসের মতো তারকা ক্রিকেটারকে।

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.