আজ: রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ইং, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার |

kidarkar

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ নিয়ে এনসিসি ব্যাংকের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) তত্ত্বাবধানে এবং এনসিসি ব্যাংকের উদ্যোগে ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি কুষ্টিয়ার দিশা ট্রেনিং এবং রিসোর্স সেন্টারে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিএফআইইউ এর পরিচালক মো. আরিফুজ্জামান প্রধান অতিথি এবং এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো খন্দকার নাইমুল কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালায় বক্তব্য রাখেন।

এসময় বিএফআইইউ এর যুগ্ম পরিচালক গাজী মনির উদ্দিন ও মো. রোকন-উজ-জামান এবং এনসিসি ব্যাংক এর এসভিপি ও ডেপুটি ক্যামেলকো মো. বাকের হোসেন মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংকারদের ভূমিকা নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালায় কুষ্টিয়া জেলায় অবস্থিত ৩৯টি ব্যাংকের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বিএফআইইউয়ের পরিচালক মো. আরিফুজ্জামান এবং এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো খন্দকার নাইমুল কবির অংশগ্রহণকারী কর্মকর্তাদের ব্যাংকিং অঙ্গনে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করেন। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ব্যাংক তথা দেশ ও জাতির স্বার্থে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও সন্ত্রাস বিরোধী আইন ব্যাংকিং ক্ষেত্রে প্রয়োগে যথাযথ ভূমিকা রাখতে প্রশিক্ষণার্থীদের আহ্বান জানান।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.