আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ নভেম্বর ২০২২, শনিবার |

kidarkar

বিনিয়োগকারীরা মূলধন হারিয়েছে সাড়ে ৩ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত এক সপ্তাহে লেনদেন কমেছে প্রায় ১ হাজার কোটি টাকা। সব মূল্য সূচকের পতনের সঙ্গে বিনিয়োগকারীদের বাজার মূলধন অর্থাৎ পুঁজি কমেছে ৩ হাজার ৪৫৪ কোটি ৩২ লাখ ৪২ হাজার ৪৯০ টাকা।

সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে।

দেখা গেছে, গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৫০ দশমিক ৮৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২১৫ পয়েন্টে।

এছাড়াও ‘ডিএস ৩০’ সূচক ১০ দশমিক ২৪ পয়েন্ট এবং ‘ডিএসই এস’ সূচক ১০ দশমিক ০৮ পয়েন্ট কমেছে।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে ৯৫২ কোটি ৬ লাখ ১ হাজার ৫২৪ টাকা। সপ্তাহজুড়ে এক্সচেঞ্জটিতে ২ হাজার ৬৭ কোটি ৯৫ লাখ ৮২ হাজার ৪৮২ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৩ হাজার ৪৫৪ কোটি ৩২ লাখ ৪২ হাজার ৪৯০ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৬২৫ কোটি ৬৬ লাখ ৬৭ হাজার ৮২১ টাকায়।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৭৫ কোম্পানির শেয়ারদরই অপরিবর্তিত ছিল। দর কমেছে ৮০টির, বিপরীতে মাত্র ২৩ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। পাঁচ কার্যদিবসে প্রধান শেয়ারবাজারে কোম্পানিটির ১৬৬ কোটি ৬১ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপরদিকে,  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) বিদায়ী সপ্তাহে সার্বিক সূচক ১৫৩ পয়েন্ট কমে ১৮ হাজার ৩৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময়ে লেনদেন হয়েছে ৫৩ কোটি ৯৫ লাখ ৫৩ হাজার ১৪২ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫৬ কোটি ৪০ লাখ টাকা।

লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের, কমেছে ৬৬টির, আর অপরিবর্তিত রয়েছে ১৬১টির দাম।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.