দর বাড়ার শীর্ষে ওরিয়ন ইনফিউশন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)চার কার্যদিবসে পতনেরধারা কাটিয়ে বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ শেয়ারটির দর ৪২ টাকা ৪০ পয়সা বা ৮.৭৪ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫২৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ১ হাজার ৫৪০ বারে ২ লাখ ৯৩ হাজার ১৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ৫৪ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লস্টিক লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৮.৪৯ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড। আজ কোম্পানিটির ৪ টাকা ৫০ পয়সা বা ৭.৬৯ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বসুন্ধরা পেপার মিল, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, অ্যাপেক্স ফুডস, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স,সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ও ফাইন ফুডস লিমিটেড।