নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২১’ অর্জন করেছে। ব্যাংকের গত বছরের বার্ষিক প্রতিবেদন মূল্যায়ন করে ‘প্রাইভেট কর্মাশিয়াল ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরি’-তে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাতের হাতে এই পুরস্কার তুলে দেন।
পুরস্কার অর্জনের বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক বলেন, এই অর্জন ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থার স্বীকৃতি। গ্রাহকদের আস্থাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।