আজ: রবিবার, ২০ এপ্রিল ২০২৫ইং, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ ডিসেম্বর ২০২২, সোমবার |

kidarkar

এডিবি থেকে দীর্ঘমেয়াদী ঋণ নেবে এনভয় টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলের ঋণ প্রস্তাব এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) গ্রহণ করেছে। এনভয়কে দীর্ঘমেয়াদী ঋণ দিতে সম্মতি জানিয়েছে এডিবি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি এডিবি থেকে ১০.৮০ মিলিয়ন ইউরো ঋণ গ্রহণ করবে। কোম্পানিটি ঋণের টাকা দিয়ে সেকেন্ড স্পিনিং ইউনিটের জন্য স্পিনিং মেশিনারি এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনবে।

কোম্পানিটি ১ বছর গ্রেস পিরিয়ডসহ ৭ বছরের জন্য ঋণ নেবে। এনভয় টেক্সটাইল ঋণ নেওয়ার দেড় বছর পর থেকে সমান অর্ধ-বার্ষিক কিস্তর মাধ্যমে ঋণ পরিশোধ করতে পারবে।

কোম্পানিটি আরও জানায়, নতুন ইউনিট আরও বেশি সয়ংক্রিয় এবং শক্তিশালী। এটির বার্ষিক উৎপাদন ক্ষমতা ৩ হাজার ৬০০ মেট্রিক টন,যা ডেনিম ফেব্রিক্স উৎপাদনে ব্যবহার হয়।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.