ডেস্ক রিপোর্ট : প্যারামাউন্ট টেক্সটাইল“ টেক্সটাইল উৎপাদন খাতে ”কোম্পানীতে সুশাসন নিশ্চিত করার জন্য পরপর চারবার ICMAB Best Corporate Award-(GOLD Award) অর্জন করেছে। সম্প্রতি আইসিএমএ বি কর্তৃক আয়োজিত‘ ICMAB Best Corporate Award -202- ২০২১’ এ মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুন্সী এর নিকট থেকে কোম্পানীর সম্মানীত ব্যবস্থাপনা পরিচালক জনাব সাখাওয়াত হোসেন এবং মানানীয় পরিচালক জনাব অলক কুমার দাস কোম্পানীর পক্ষে উক্ত পুরষ্কার গ্রহণ করেন।