আজ: মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ইং, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ ডিসেম্বর ২০২২, শনিবার |

kidarkar

বিনিয়োগকারীরা পুঁজি হারিয়েছে হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিবাজার তিন দিন পতন আর দুদিন সূচকের সামান্য উত্থানের মধ্য দিয়ে বিজয়ের মাস ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহ পার করলো। বিদায়ী এ সপ্তাহে লেনদেন, সূচক এবং অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে বিনিয়োগকারীদের বাজার মূলধন অর্থাৎ পুঁজি কমেছে ১ হাজার ৩৪ কোটি ৪০ লাখ ২৭ হাজার ৬৭ টাকা।

ডিএসইর সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা গেছে।

সূত্র অনুযায়ী, গত সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূলধন ছিল ৭ লাখ ৬৩ হাজার ৭৪৭ কোটি ২৬ লাখ ৪১ হাজার ৭৫০ টাকা। আর শেষ দিন বৃহস্পতিবার লেনদেন শেষে মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬২ হাজার ৭১২ কোটি টাকা। অর্থাৎ টাকার অংকে পুঁজি কমেছে ১০৩৪ কোটি টাকা।

 

লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ১৭ পয়েন্ট কমে ৬ হাজার ২২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৩৬১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক আগের সপ্তাহের চেয়ে ১২ পয়েন্ট কমে দুই হাজার ২০৩ পয়েন্টে দাঁড়ায়।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয় ১ হাজার ৫৩৭ কোটি ৪৭ লাখ ৯২৪ টাকা, যা আগের সপ্তাহে ছিল ২ হাজার ২৪ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ৫০৬ টাকা। অর্থাৎ ৪৮৭ কোটি ১৭ লাখ ৫০ হাজার ৫৮২ টাকা লেনদেন কম হয়েছে। শতাংশের হিসেবে কমেছে ২৪ দশমিক ৬ শতাংশ।

অপরদিকে,বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক ৮১ পয়েন্ট কমে ১৮ হাজার ৪৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময়ে লেনদেন হয়েছে ২৭ কোটি ৮৬ লাখ ৫ হাজার ৭৭২ টাকা। যা আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৮ কোটি ৮৭ লাখ ১৪ হাজার ৯৪৩ টাকা।

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.