আজ: বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ইং, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৪ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ ডিসেম্বর ২০২২, রবিবার |


kidarkar

এমডি নিয়োগে আরও সময় চেয়েছে ডিএসই


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিতে ৮ ডিসেম্বর থেকে আরও ৪৫ দিন বাড়তি সময় চাওয়া হয়েছে।

চলতি মাসের শুরুর দিকে ডিএসই থেকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) চিঠি দিয়ে এই সময় চাওয়া হয়েছে।

বিএসইসি চেয়ারম্যান বরাবর পাঠানো চিঠিটি পাঠিয়েছেন ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার।

চলতি বছরের ২২ সেপ্টেম্বর ডিএসইর এমডি তারেক আমিন ভূঁইয়া পদত্যাগ করেন। এরপর থেকে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক পদটি খালি রয়েছে।

নিয়ম অনুযায়ী এই পদ খালি হওয়ার ৯০ দিনের মধ্যে বিএসইসি এই পদে নিয়োগ দেবে। কিন্তু ডিএসই এ-সংক্রান্ত সব কাজ শেষ করে উঠতে পারেনি। এ জন্য প্রতিষ্ঠানটি সময় চেয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের লক্ষ্যে গত অক্টোবর মাসে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। ৬ নভেম্বর ছিল আবেদনপত্র জমা দেয়ার শেষ দিন। ১৯ ডিসেম্বর প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে। এরপর নিয়োগ প্রক্রিয়া এগিয়ে যাবে।’

নিয়ম অনুযায়ী আবেদনকারীদের মধ্য থেকে ডিএসই কমিটি কমপক্ষে তিনজন সদস্যকে খুঁজে বের করবে। দ্বিতীয়ত, ডিএসই পরিচালনা পর্ষদ ডিএসই কমিটির বের করা প্রার্থীদের মধ্য থেকে কমপক্ষে তিনজনকে নির্ধারণ করবে। এরপর বিএসইসি এই তিনজনের মধ্য থেকে একজনকে এমডি পদের জন্য নির্বাচন করবে।

এছাড়া প্রবিধানে লেখা আছে যে, যদি পরিচালনা পর্ষদ এমডি বা সিইও নিয়োগে ব্যর্থ হয় তবে কমিশন একজনকে নিয়োগ করতে পারে। এদিকে বিএসইসির কাছে বোর্ডের সুপারিশ জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৭ ডিসেম্বর।‌ কিন্তু উল্লেখ করা হচ্ছে যে, পদের জন্য আবেদনকৃত প্রার্থীদের মূল্যায়নের জন্য যাচাই বাছাই এবং অন্যান্য আনুষ্ঠানিকতা প্রক্রিয়া চলছে এবং উপযুক্ত প্রার্থীদের সাক্ষাৎকার আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। তাই বাকি প্রক্রিয়া সম্পন্ন করতে আরও সময় লাগবে বলে মনে করে ডিএসই।

এ পরিস্থিতিতে ৮ ডিসেম্বর থেকে ডিএসইর এমডি নিয়োগের ক্ষেত্রে বিএসইসির কাছে পরিচালনা পর্ষদের সুপারিশ জমা দেওয়ার সময় বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.