প্রিমিয়ার সিমেন্ট আইসিএসবি জাতীয় পুরস্কার অর্জন করেছে

নিজস্ব প্রতিবেদক: গত ১৭ ডিসেম্বর ২০২২ইং তারিখে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও এ অনুষ্ঠিত নবম আইসিএসবি জাতীয় পুরস্কার ২০২১ আসরে প্রিমিয়ার সিমেন্ট মিল্স পিএলসি ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্সের জন্য পদক অর্জন করেছে।
কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আমিরুল হক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান এম.পি-র কাছ থেকে এই সম্মানজনক পুরস্কারের ট্রফি গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এম.পি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর মাননীয় সভাপতি, জনাব নাজমুল হাসান পাপন এম.পি সহ আরো অনেকে।