পুঁজিবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সীমার সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে ব্যাংকসমূহের সীমাতিরিক্ত বিনিয়োগ নির্ধারিত সীমায় নামিয়ে আনার ক্ষেত্রে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় প্রদান করা হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের (বিবি) পরিচালক (ডিওএস) মো: আব্দুল মান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত ৪ আগস্ট ২০২২ ডিওএস সার্কুলার লেটার নং ৩০ জারির পর ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ধারা ২৬ক এর উপ-ধারা (১) এবং ডিওএস সার্কুলার লেটার নং ০৭/২০১৪ অনুযায়ী শেয়ারবাজারে ৩১ আগস্ট ২০২২ পর্যন্ত যেসকল ব্যাংকের সীমাতিরিক্ত বিনিয়োগ (ব্যাংক কর্তৃক অন্যান্য কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে সামষ্টিক বা এককভাবে কোন কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে) রয়েছে, সেসকল ব্যাংকের সীমাতিরিক্ত বিনিয়োগ নির্ধারিত সীমায় নামিয়ে আনার জন্য ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।