আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার |

kidarkar

আরও এক পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

নিজস্ব প্রতিবেদক : চাকরির মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগেই পুলিশ সুপার পদ মর্যাদার এক কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। অবসরে পাঠানো কর্মকর্তার নাম মো. মুনির হোসেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রপতির পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর সিনিয়র সচিব মো.আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে অবসরে পাঠানো হয়।

মো. মুনির হোসেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগে বিশেষ পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। ২০১১ সালের ১৯ জুলাই মুনির হোসেনকে ওএসডি করে সদরদপ্তরে রাখা হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য ও সিআইডির বিশেষ পুলিশ সুপার  মো. মুনির হোসেনকে (বিপি-৬৪৯৫১০৫৫৭৮) (১৯-০২-২০১১ হতে ওএসডি, পুলিশ অধিদপ্তর) সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.