আজ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ইং, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৭ জানুয়ারী ২০১৫, মঙ্গলবার |

kidarkar

যুক্তরাষ্ট্রে তুষারঝড়, জরুরী অবস্থা

snow stormশেয়ারবাজার ডেস্ক : যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ তুষারঝড় আঘাত হেনেছে। স্মরণকালের অন্যতম ভয়াবহ এ ঝড়ের কারণে ইতোমধ্যে দেশটির ৬টি রাজ্যে জরুরী অবস্থা জারি করা হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।

শীতকালীন ওই ঝড়ে ৬ কোটি লোক ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝড়ের ফলে ৩৬ ইঞ্চি (৩ ফুট) উঁচু বরফের স্তর পড়তে পারে।

তুষারপাত শুরু হওয়ার পর পরই নিউইয়র্ক, নিউজার্সি, কানেক্টিকাট, রোদে আইল্যান্ড, ম্যাসাচুসেটস ও নিউ হ্যাম্পশায়ারে জরুরী অবস্থা জারি করা হয়েছে।

এর আগে দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ উত্তর-পূর্বাঞ্চলে ‘সম্ভাব্য ঐতিহাসিক তুষারঝড়ে’র আভাস দেয়।

নিউইয়র্কে সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত জরুরী পরিবহন ছাড়া বাকি সব ধরনের যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কানেক্টিকাট ও ম্যাসাচুসেটস রাজ্যেও এ ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ঝড় চলাকালীন রাজ্যগুলোর বাসিন্দাদের বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, ম্যাসাচুসেটসে মঙ্গলবার শুরুর দিকে আঘাত হানতে পারে তুষারঝড়। প্রথম দিনেই সেখানে ৩০ ইঞ্চি উঁচু বরফের স্তর জমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

দেশটিতে বিগত কয়েক দশকে এত উঁচু বরফের স্তর জমতে দেখা যায়নি।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.