আজ: শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ইং, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

৩১ ডিসেম্বর ২০২২, শনিবার |

kidarkar

বছরজুড়ে এসএমইতে লেনদেন ২ হাজার ৪৪৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী বছরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত ১৫ কোম্পানির মোট লেনদেন হয়েছে দুই হাজার ৪৪৯ কোটি ৫৮ লাখ টাকার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর ৬টি এসএমই কোম্পানি নিয়ে স্মল ক্যাপিটাল প্ল্যাটফর্মে লেনদেনের শুরু হয়৷ ২০২২ সালের শেষে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা দাঁড়ায় ১৫টি। এসব কোম্পানির মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় দুই হাজার ৪৪৯ কোটি ৫৮ লাখ ৩০ হাজার টাকা৷ যা মোট লেনদেনের ১.০৪ শতাংশ৷

বছর শেষে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানির বাজার মূলধনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৫৯০ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা৷
২০২২ সালে এসএমই খাতের ৬টি কোম্পানি বাজার থেকে ৬১ কোট ১০ লাখ টাকা মূলধন উওোলন করে৷ অপরদিকে ২০২১ সালে ৪টি কোম্পানি ৫৩ কোটি টাকা মূলধন উওোলন করেছিল৷

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.