মূল্যায়ন প্রতিবেদন পায়নি প্রাইম লাইফ ইন্স্যুরেন্স
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কাছে এখনও বীমা মূল্যায়ন প্রতিবেদন আসেনি। যার কারণে কোম্পানিটি গতকালের বোর্ড সভায় ডিভিডেন্ড সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করেনি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত বুধবার কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কোম্পানিটির মূল্যায়ন প্রতিবেদন হাতে না আসায় কোম্পানিটি কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করতে পারেনি।
কোম্পানিটি আরও জানায়, মূল্যায়ন প্রতিবেদন হাতে পাওয়ার পর ডিভিডেন্ড, রেকর্ড ডেট, বার্ষিক সাধারণ সভার সময়, তারিখ ও ভেন্যু সংক্রান্ত তথ্য জানানো হবে।