টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো কুমিল্লা
স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলে আজ (শনিবার) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি ফরচুন বরিশাল আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচে টসভাগ্য সহায় হয়েছে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েসের।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা। অর্থাৎ বরিশাল প্রথমে ব্যাট করবে।
ফরচুন বরিশাল একাদশ
এনামুল হক বিজয়, ইব্রাহিম জাদরান, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, ইফতিখার আহমেদ, মেহেদি হাসান মিরাজ, করিম জানাত, চতুরঙ্গ ডি সিলভা, কামরুল ইসলাম রাব্বি, কাজী অনিক, সানজামুল ইসলাম।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
মোহাম্মদ রিজওয়ান, লিটন দাস, ইমরুল কায়েস, জাকের আলি, চ্যাডউইক ওয়ালটন, মোসাদ্দেক হোসেন, খুশদিল শাহ, হাসান আলি, তানভীর ইসলাম, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান।