সূচকের সাথে লেনদেনও বেড়েছে পুঁজিবাজারে
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে বেড়েছে লেনদেনও। যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৮ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৬১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০ টির, দর কমেছে ৬১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৯০ টির।
ডিএসইতে ৭১১ কোটি ২৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত দুই মাস বা ৪২ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ১৪ নভেম্বর ৭১৪ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছিল। আগের কার্যদিবস থেকে ২০৩ কোটি ৭২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৫০৭ কোটি ৫৭ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৩১ পয়েন্টে।
সিএসইতে ১৬৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫১টির দর বেড়েছে, কমেছে ৩৩টির আর ৮৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।