আজ: বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ইং, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ জানুয়ারী ২০২৩, বুধবার |

kidarkar

সিপার্ল হোটেল’র বিশ্ব সেরা স্বীকৃতি অর্জন

বাংলাদেশে টুরিজমের সম্ভাবনা অনেক, দরকার ব্র্যান্ডিং

নিজস্ব প্রতিবেদক: পৃথিবীর সেরা লাক্সারি হোটেলগুলোর মধ্য থেকে বাছাই করে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা-কে পৃথিবীর সেরা বিচ সাইড লাক্সারি রিসোর্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে গ্লোবাল অর্গানাইজেশন।
‘দ্য ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ডস’। এই লাক্সারি রিসোর্টটি সেরা বিচ সাইড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ডের পাশাপাশি সেরা লাক্সারি স্পা অ্যাওয়ার্ডও জিতেছে। এছাড়া সেরা জেনারেল ম্যানেজার অ্যাওয়ার্ড জিতেছেন সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা-এর গ্রুপ জিএম আজিম শাহ।
পৃথিবীর মধ্যে সেরা বিচ-সাইড লাক্সারি রিসোর্ট হিসেবে স্বীকৃতি পাওয়া এবং নিজে সেরা জিএম হিসেবে অ্যাওয়ার্ড জেতায় উচ্ছ্বসিত পৃথিবীর বিভিন্ন ফাইভ স্টার হোটেল ও রিসোর্ট পরিচালনর পর সি পার্লের দায়িত্ব নেওয়া আজিম শাহ জানালেন, আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সি পার্ল পরিবার অত্যন্ত সম্মানিত এবং আনন্দিত। এই স্বীকৃতি শুধুমাত্র সি পার্ল এর নয় পুরো বাংলাদেশের পর্যটন শিল্পের জন্য এটি একটি অনন্য স্বীকৃতি। এই অর্জন লাক্সারি রিসোর্ট হিসেবে নয় আগত অতিথিদের সেবা প্রদান নিশ্চিতের দায়বদ্ধতা বাড়িয়ে তোলে।
সি পার্লকে শুধু দেশের মধ্যে নয় সারা পৃথিবীর মধ্যে সেরা রিসোর্টে পরিণত করার জন্য কাজ করে চলেছে। এই স্বীকৃতি পুরো সি পার্ল টিমকে আরও বেশি অনুপ্রাণিত করবে। হোটেলে আগত অতিথিদেও সেবার মান প্রতিনিয়ত বাড়ানোর মাধ্যমে দেশের ভ্রমণপ্রিয় ট্রাভেলারদের পাশাপাশি সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা পর্যটক ও প্রফেশনাল-দেরকে বিশ্বসেরা সেবা প্রদানের মাধ্যমে বিশ্বসেরাদের কাতারে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা।
সেবার মান বৃদ্ধি পাওয়ায় সি পার্ল দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে আরও স্বীকৃতি পাবে তা নিয়ে আশাবাদী উক্ত হোটলের গ্রুপ জিএম আজিম শাহ।
বিগত ২০১৫ সালের ১৭ই সেপ্টেম্বর চালু হওয়া কক্সবাজারের ইনানী বিচে ২৫ একর জমির উপর প্রতিষ্ঠিত এই পাঁচ তারকা এই হোটেলে ৪৯৩টি কক্ষ ও স্যুট রয়েছে। শুরু হবার পর থেকেই দেশের ভ্রমণপ্রিয় মানুষের পছন্দের জায়গা হয়ে ওঠে এই রিসোর্টটি। রুমের পাশাপাশি ৯টি রেস্টুরেন্ট, ৩টি বার, ৬টি মিটিং ও কনভেনশন ভেন্যু, ২টি সুইমিংপুল, টেনিস ও ব্যাডমিন্টন খেলাসহ নানা সুবিধা সি পার্ল কক্সবাজারকে দেশের লাক্সারি রিসোর্টের কাতারে শীর্ষ স্থানে অবস্থান করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোম্পানির জিএম আজিম শাহ, সেক্রেটারি আজহার মামুনসহ আরও অনেকেই।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.