সূচকের পতন হলেও বেড়েছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক : আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। আজ ডিএসইতে ৬৯২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে,আজ ডিএসইতে ৬৯২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।যা আগের দিন থেকে ১০২ কোটি ৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫৯০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০৪ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৫টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২১ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ৮ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।