শিল্পের সক্ষমতা তুলে ধরতে জুয়েলারি মেলার শুরু ৯ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশে দ্বিতীয়বারের মতো শুরু করতে যাচ্ছে ‘বাজুস ফেয়ার ২০২৩’। তিন দিনব্যাপী এবারের মেলা আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হবে। যা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
বাজুসের সহকারী মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. তানভীর আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘এবারের মেলা শুরু হচ্ছে আগামী ৯ ফেব্রুয়ারি। যা পরবর্তী দুইদিন পর্যন্ত চলবে। এবারও ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৪ নং হলে মেলাটি হবে।’
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান এম এ হান্নান আজাদ বলেন, ‘এবার নিয়ে দ্বিতীয়বারের মতো ঢাকায় শুরু হতে যাচ্ছে এ মেলা। গতবারের চেয়ে এবারের মেলায় অনেক ভিন্নতা থাকবে। এবার আরেকটু গোছানো থাকবে।’
তিনি বলেন, ‘গতবারের চেয়ে এবার মেলা নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী। জুয়েলারি শিল্পকে দেশে-বিদেশে নতুন করে তুলে ধরতে এ মেলার আয়োজন করছে বাজুস।’
জানা গেছে, মেলায় ৭০টিরও বেশি স্টল থাকবে। দেশ-বিদেশের ক্রেতা-বিক্রেতারা এতে অংশ নেবেন। দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্য-নতুন ডিজাইনের অলংকারের পরিচিতি ঘটবে। তিন দিনের এ মেলায় দুই লাখের বেশি দর্শনার্থীর আগমন ঘটবে বলে আশা করছেন আয়োজকরা। এ মেলার মাধ্যমে দেশের জুয়েলারি শিল্পের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে দেশের মানুষ জানতে পারবে।
এর আগে ২০১৯ সালের ২৩ জুন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশব্যাপী ‘স্বর্ণ মেলা’র আয়োজন করেছিল। ওই মেলায় অঘোষিত সোনা নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে বৈধ করার সুযোগ দেয়া হয়। মেলায় গিয়ে ব্যবসায়ীরা কাগজপত্রবিহীন সব সোনা ১ হাজার টাকা কর দিয়ে বৈধ করেছেন। সেবার ঢাকা ও চট্টগ্রামে তিন দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয় এবং দেশের অন্যান্য বিভাগীয় শহরে মেলা চলে দুই দিন।