আজ: বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ইং, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ জানুয়ারী ২০২৩, সোমবার |

kidarkar

‘মোস্ট স্ট্রিমড আর্টিস্ট অন ইউটিউব’ খেতাব পেলেন অলকা ইয়াগনিক

বিনোদন ডেস্ক : যার কণ্ঠের জাদুতে বুঁদ হন আট থেকে আশি। ইতোমধ্যে হাজারেরও বেশি ছবিতে গান গেয়ে ফেলেছেন তিনি ভারতীয় কিংবদন্তি সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। চার দশকের ক্যারিয়ারে জনপ্রিয়তায় কখনও ভাটার টান দেখেননি। তাইতো এখনও অন্তর্জালজুড়ে তার গানের আবেদন সবচেয়ে বেশি। পেছনে ফেলেছেন হালের জনপ্রিয় ব্যান্ড বিটিএস, ব্ল্যাক পিঙ্ক ও টেলর সুইফটের মতো জনপ্রিয় শিল্পীদের।

মাত্র ছয় বছর বয়সেই সুরের জগতে নাম লেখান এই সংগীত তারকা। গান গেয়েছেন অন্তত ১৬টি ভাষায়। তবে এখন গানের সংখ্যা কমে গিয়েছে অলকার। তারমাঝেই গায়িকার অনুরাগীদের জন্য সুখবর। সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে নতুন পালক।

গিনেস রেকর্ডের তথ্য অনুযায়ী, গত বছর ইউটিউবে গায়িকার গান বেজেছে প্রায় ১ হাজার ৫৩০ কোটি বার! ফলে ২০২২ সালের ‘মোস্ট স্ট্রিমড আর্টিস্ট অন ইউটিউব’ খেতাব পেয়েছেন তিনি। তবে এই প্রথম নয়। গত তিন বছর ধরেই এই শিরোপা জিতে আসছেন বছর ৫৬-এর গায়িকা। পরিসংখ্যান বলছে, ২০২০ সালে তার গান বেজেছিল ১ হাজার ৬৬০ কোটি বার। ২০২১ সালে সেটা দাঁড়ায় ১ হাজার ৭০০ কোটিতে।

অন্যদিকে, ২০২২ সালে বিশ্বব্যাপী বিটিএস-এর গান বেজেছে প্রায় ৭৯৫ কোটি বার। যা অলকার সাফল্যের তুলনায় প্রায় অর্ধেক। তবে ২০২২ সালে ইউটিউবের সেরা পাঁচের তালিকায় অলকা ছাড়াও রয়েছেন আরও তিন ভারতীয় শিল্পী। তাঁরা হলেন উদিত নারায়ণ, অরিজিৎ সিং এবং কুমার শানু।

চার্টমাস্টারের তথ্য অনুযায়ী ইউটিউব ব্যবহারকারীদের মধ্যে ২৫ শতাংশই ভারতীয়। অলকার গানের শ্রোতাদের ৮০ শতাংশই ছিলেন ভারতীয়। ভারতের বাইরে তার গান সবচেয়ে বেশি শোনা হয়েছে পাকিস্তানে—৬৮৩ মিলিয়নবার।

২ বার জাতীয় পুরস্কার ও ৭ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পুরস্কার জেতেন অলকা। এ পর্যন্ত ২০ হাজারের বেশি গান রেকর্ড করেছেন তিনি।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.