বৈশ্বিক মন্দার চিহ্ন থেকে আমরা অনেক দূরে: আইএমএফ
নিজস্ব প্রতিবেদক : ২০২৩ সালে বিশ্বে আর্থিক মন্দা দেখা দিতে পারে বলে গত অক্টোবরে আশঙ্কা প্রকাশ করেছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)৷ তবে সংস্থার প্রধান অর্থনীতিবিদ পিয়ের-অলিভিয়ে গোরাঁশা এখন বলছেন, যেকোনো ধরনের বৈশ্বিক মন্দার চিহ্ন থেকে আমরা অনেক দূর।
সোমবার প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্টে আইএমএফ জানায়, আগামী দুই বছর মুদ্রাস্ফীতির গতি কমবে৷
বৈশ্বিক মুদ্রাস্ফীতি ২০২২ সালের ৮ দশমিক ৮ শতাংশ থেকে কমে ২০২৩ সালে ৬ দশমিক ৬ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে৷ ২০২৪ সালে সেটা ৪ দশমিক ৩ শতাংশ হতে পারে বলে বলছে আইএমএফ৷
২০২২ সালে বৈশ্বিক আর্থিক প্রবৃদ্ধি কমেছিল ৩ দশমিক ৪ শতাংশ৷ ২০২৩ সালে সেই হার কমে ২ দশমিক ৯ শতাংশ হবে৷ আর ২০২৪ সালে সেটা ৩ দশমিক ১ শতাংশ বাড়বে, বলছে আইএমএফ৷
সিঙ্গাপুরে এক সংবাদ সম্মেলনে গোরাঁশা বলেন, মুদ্রাস্ফীতির চাপ কমতে শুরু করায় বৈশ্বিক অবস্থার উন্নতি হয়েছে৷আইএমএফের টেকসই প্রবৃদ্ধি, স্থিতিশীল মূল্য এবং সবার জন্য অগ্রগতিসহ ভালো অবস্থায় ফেরার প্রক্রিয়া কেবল শুরু হয়েছে বলেও মনে করেন তিনি৷
তবে আইএমএফ বলছে ইউক্রেন যুদ্ধ, ভবিষ্যতে চীনে আবারও করোনা সংক্রমণের সম্ভাবনা এবং উচ্চ সুদহারের কারণে ঋণে জর্জরিত দেশগুলোতে সংকট তৈরি হওয়ায় বিশ্ব অর্থনীতি এখনও গুরুতর ঝুঁকির মুখে আছে৷
আইএমএফের প্রতিবেদন বলছে, চলতি বছর রাশিয়ায় ০ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে৷ যদিও গত অক্টোবরে সংস্থাটি, এ বছর রাশিয়ার প্রবৃদ্ধি ২ দশমিক ৩ শতাংশ কমতে পারে বলে আশঙ্কা করেছিল৷
আইএমএফের ধারণা, জার্মানি ও ইতালি এই বছর মন্দা এড়াবে৷ গত বছর ইউরোপের প্রবৃদ্ধি ‘প্রত্যাশার চেয়ে বেশি সহনশীলতা’ দেখিয়েছে৷
যুক্তরাজ্যের অর্থনীতি ২০২৩ সালে ০ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি দেখতে পারে বলে গত অক্টোবরে জানিয়েছিল আইএমএফ। কিন্তু সোমবার তারা বলেছে, দেশটির অর্থনীতি এ বছর ০ দশমিক ৬ শতাংশ সংকুচিত হবে৷