আজ: বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ইং, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার |

kidarkar

টাঙ্গাইল জেলার ৪ শতাংশ রেয়াতি মুনাফা হারে শাহ্জালাল ইসলামী ব্যাংক এর কৃষি বিনিয়োগ চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা অনুযায়ী ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ডাল, তৈলবীজ, মসলা জাতীয় ফসল ও ভুট্টা চাষের জন্য টাঙ্গাইল জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে ৪ শতাংশ রেয়াতি মুনাফা হারে ৩৫০ লক্ষ (৩৫ মিলিয়ন) টাকা কৃষি বিনিয়োগ সুবিধা প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

০৪ ফেব্রুয়ারি ২০২৩ইং তারিখে টাঙ্গাইল জেলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ১৬ জন নৃ-গোষ্ঠী চাষীকে ৭১.০০ লক্ষ টাকার কৃষি বিনিয়োগের চেক বিতরণ করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৃ-গোষ্ঠী চাষীদের মধ্যে কৃষি বিনিয়োগের চেক হস্তান্তর করেন। বিনিয়োগের অবশিষ্ট টাকা কৃষকদেরকে পরবর্তীতে বিভিন্ন মেয়াদে প্রদান করা হবে।

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ অর্থবছরে ৪ শতাংশ রেয়াতি মুনাফা হারে নৃ-গোষ্ঠী চাষীদের মধ্যে প্রায় ২০০.০০ লক্ষ (২০ মিলিয়ন) টাকার বিনিয়োগ সুবিধা প্রদান করেছিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শাহজাহান সিরাজ এবং স্বাগত বক্তব্য প্রদান করেন ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান জনাব মোঃ আব্দুর রহিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের টাঙ্গাইল অঞ্চলের আঞ্চলিক প্রধান জনাব আব্দুল খালেক, বাংলাদেশ কৃষি ব্যাংক টাঙ্গাইল অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক জনাব খালেকুজ্জামান ইয়ামিন এবং টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ জনাব মোঃ নুরুল ইসলাম।

উক্ত কৃষি বিনিয়োগ টাঙ্গাইল এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত করবে বলে আলোচকবৃন্দ তাদের বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের এসএমই এন্ড এগ্রি ইনভেষ্টমেন্ট বিভাগের ইউনিট প্রধান জনাব মোঃ রফিকুল ইসলাম এবং টাঙ্গাইল জোনের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ-সহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.