আজ: শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ইং, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার |

kidarkar

তৃতীয় প্রান্তিকে আদানি ট্রান্সমিশনের ৭৩ শতাংশ প্রবৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বেসরকারি খাতের বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ কোম্পানি ‘আদানি ট্রান্সমিশন লিমিটেড’ (এটিএল) ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিক শেষে (৩১ ডিসেম্বর ২০২২) ৪৭৮ কোটি রুপি কর পরবর্তী মুনাফা (পিএটি) করেছে, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় প্রায় ৭৩ শতাংশ বেশি।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) আদানি ট্রান্সমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

একই অর্থবছরের তৃতীয় প্রান্তিকে বছরান্তে (ইয়ার ওভার ইয়ার) মোট নগদ মুনাফা ছিল ৯৫৫ কোটি রুপি বা সর্বোচ্চ ৩৪ শতাংশ। এছাড়া তৃতীয় প্রান্তিকের ইবিআইটিডিএ (নেট ইনকাম, ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন) ছিল বছরান্তের হিসাবে ১ হাজার ৭০৮ কোটি রুপি অর্থাৎ সর্বোচ্চ ২৯ শতাংশ। কোম্পানির সম্মিলিত আয় (কনসোলিডেটেড) ১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৭ কোটি রুপিতে।

আদানি ট্রান্সমিশন লিমিটেড কোম্পানির অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির ব্যবসায়িক সেবা কার্যক্রমেরও বিবরণ তুলে ধরেছে। সর্বমোট ট্রান্সমিশন নেটওয়ার্ক ১৮,৭৯৫ সিকেএম এর মধ্যে ট্রান্সমিশন পরিচালিত হয়েছে ৩৭১ সিকেএম। জাম খামভালাইয়া (জেকেটিএল) এবং ওয়ারএসএস-২১ পুরোপুরি উৎপাদনকাজে ছিল। ট্রান্সমিশন সিস্টেমের প্রাপ্র্যতা ছিল ৯৯.৭৫ শতাংশ।

‘আদানি ট্রান্সমিশন লিমিটেড লিমিটেড (এটিএল)’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অনিল সার্দানা বলেন, এটিএল তার ব্যবসায়িক পরিধি বিস্তৃত করে চলেছে এবং এরই মধ্যে বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। ম্যাক্রো-ইকোনমি খাতে নানা চ্যালেঞ্জ সত্ত্বেও এটিএল এর প্রবৃদ্ধি বেশ সুদৃঢ়।

আসন্ন প্রকল্পগুলো এবং বিভিন্ন উদ্যোগ ভারতজুড়ে আমাদের উপস্থিতি আরও শক্তিশালী করবে এবং দেশের সর্ববৃহৎ বেসরকারি খাতের বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ কোম্পানি হিসেবে অবস্থান মজবুত করবে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.