বইমেলা ২০২৩-এর হাইজিন র্পাটনার ডেটল ও হারপিক

শেয়ারবাজার ডেস্ক: অমর একুশে বইমেলা ২০২৩-এর হাইজিন র্পাটনার হিসেবে কাজ করছে ডেটল ও হারপিক। বিশ্বের প্রথম সারির হাইজিন ব্র্যান্ড ডেটল ও হারপিক বিভিন্ন ধরনের র্কাযক্রমের মাধ্যমে মেলা প্রাঙ্গনে আগত র্দশর্নাথীদের সুরক্ষার বিষয়ে সচেতন করতে কাজ করছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১লা ফেব্রুয়ারি রাজধানীর বাংলা
একাডেমি ও সোহরাওর্য়াদী উদ্যান প্রাঙ্গণে আয়োজিত ‘অমর একুশে বইমেলা-২০২৩ উদ্বোধন করেন। প্রায়
এক হাজারেরও বেশি স্টল ও ৩৮টি প্যাভিলিয়ন নিয়ে আয়োজিত এবারের মেলায় প্রতিপাদ্য করা হয়েছে ‘পড়
বই, গড়ো দেশ: বঙ্গবন্ধুর বাংলাদেশ”।
অমর একুশে বইমেলা সোহরাওর্য়াদী উদ্যান প্রাঙ্গনে ডেটল হারপিক হাইজিন একাডেমী বুথ স্থাপন করা হয়েছে। যেখানে বিভিন্ন গেমিং-এর মাধ্যমে শিশুদের হাইজিন বিষয়ে সচেতন করে তোলা হচ্ছে। বইমেলার বাংলা
একাডেমী ও সোহরাওর্য়দী উদ্যানের প্রবেশদ্বারগুলোতে হাইজিন কেন্দ্রের মাধ্যমে র্দশর্নাথীদের হাইজিন
বিষয়ক সচেনতার র্বাতা দেওয়া হচ্ছে। কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে ও হাইজিন নিশ্চিত করতেপ্রত্যেক
প্রবেশদ্বারে ডেটল-এর পক্ষ থেকে হ্যান্ডওয়াশ স্টেশন স্থাপন করা হয়েছে। উল্লেখ্য যে, প্রথমবারের মতো
এখানে র্দশর্নাথীদের হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সেই সাথে মেলার প্রবেশ পথেই সকল র্দশর্নাথীদের
ব্যাগে জীবনু নাশক স্প্রে করে দেয়া হচ্ছে। এই রকম জনসমাগমে পাবলিক টয়লেট ও এর হাইজিন রক্ষা করা
সব সময়ের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ। হারপিক এগিয়ে এসেছে মেলার টয়লেটের হাইজিন নিশ্চিতে। হারপিক-
এর পক্ষ থেকে সবগুলো টয়লেট পরিস্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ডেটল ও হারপিক এর পক্ষ থেকে মেলা প্রাঙ্গনে র্পযাপ্ত ডাস্টবিন স্থাপন করা হয়েছে। মেলায় আগত র্ধমপ্রাণ মুসল্লিদের জন্যও রাখা হয়েছে র্পযাপ্ত হাইজিন ব্যবস্থা।
রেকিট বেনকিইজার (বাংলাদেশ) পিএলসি-এর র্মাকেটিং ম্যানেজার সালাহউদ্দিন তারেক বলেন “বই মানুষের
মনকে আলোকিত করে এবং বাংলাদেশের বইপ্রেমীদের সব থেকে বড় উ সব হচ্ছে এই বইমেলা। আমরা তাই
বইমেলার হাইজিন নিশ্চিতকরণে কাজ করছি। সকল র্দশর্নাথীদের সুরক্ষার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা
গ্রহণ করেছি। র্দশর্নাথীদের জন্য “হারপিক জীবাণুমুক্ত পরিচ্ছন্ন টয়লেট”-এর ব্যবস্থা রাখা হয়েছে।
নিজেকে সুরক্ষিত রাখতে দরকার ব্যক্তি সচেতনতা। তাই মেলায় আগত সকল র্দশর্নাথীদের কোভিড-১৯ স্বাস্থ্যবিধি এবং মৌলিক পরিচ্ছন্নতার নীতি মেনে চলার জন্য অনুরোধ করছি।”
মেলায় ঘুরতে আসা র্দশর্নাথী শাহেদা সাজ্জাদ নিজের অভিজ্ঞতা ব্যক্ত করে বলেন, “আমাদের মেয়েদের
কোথাও যাওয়ার আগে ভাবতে হয় টয়লেটের কথা। বেশিরভাগ জায়গাতেই টয়লেট থাকে অপরিচ্ছন্ন। কিন্তু
এবার বই মেলার একটা বিষয় খুব অবাক করেছে আর তা হলো পরিস্কার টয়লেট। প্রতিটি টয়লেট জীবাণুমুক্ত
রাখার জন্য একটু পর পর পরিস্কারও করা হচ্ছে। এজন্য আয়োজক এবং ডেটল হারপিক টিমকে অসংখ্য
ধন্যবাদ।
উল্লেখ্য, পরিচ্ছন্নতা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সর্ম্পকে জনসচেতনতা বাড়াতে, ডেটল এবং হারপিক বিগত ছয় বছর ধরে পরিচ্ছন্ন বাংলাদেশ এবং র্বতমানে হাইজিন একাডেমীর মত জন সচেতনতামুলক ক্যাম্পেইনে নিয়ে কাজ করে যাচ্ছে। বইমেলায় হাইজিন র্পাটনার হিসেবে পাশে থাকাটা এই উদ্যোগেরই একটি