সাপ্তাহিক দর পতনের শীর্ষে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৯ দশমিক ১০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৮ লাখ ৫৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ লাখ ৬৩ হাজার ৭৫০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনালী পেপারের শেয়ার দর কমেছে ১০ দশমিক ৮৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১১ কোটি ৩৯ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৮৪ লাখ ৮৫ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এপেক্স ফুটওয়ারের শেয়ার দর কমেছে ১০ দশমিক ২৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩১ কোটি ২৮ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৮২ লাখ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৯.৭১ শতাংশ, জেমিনী সী ফুডের ৭.২২ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৭.২১ শতাংশ, আইটি কনসালটেন্টের ৬.১৫ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৫.৯৮ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৫.৯০ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশনের ৫.৪৮ শতাংশ দর কমেছে।