লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ২৮ কোটি ৭৭ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ২৩ লাখ ২৪ হাজার টাকার।
১৪ কোটি ৯৭ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সি পার্ল হোটেল।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এডিএন টেলিকম, শাইনপুকুর সিরামিকস, ইস্টার্ন হাউজিং, মুন্নু এগ্রো, জেমিনি সি ফুড, ইন্ট্রাকো ও আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড।