ব্লক মার্কেটে লেনদেন ৩২ কোটি টাকার
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৬টি কোম্পানির মোট ৩২ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি বেক্সিমকো ফার্মার ৭ কোটি ৪৮ লাখ ৬৬ হাজার, দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল হোটেলের ৪ কোটি ৭৪ লাখ ৮৭ হাজার ও তৃতীয় স্থানে থাকা আল-হাজ্ব টেক্সটাইলের ৩ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটে এডিএন টেলিকমের ২ কোটি ৯ লাখ ৮৫ হাজার, গ্রমীণফোনের ১ কোটি ৯১ হাজার ৭৩ হাজার, সালভো কেমিক্যালের ১ কোটি ৪২ লাখ ১২ হাজার, বিডি থাইফুডের ১ কোটি ১৯ লাখ ৬৮ হাজার, স্কয়ার ফার্মার ৯২ লাখ ৯১ হাজার,রংপুর ডেইরির ৮৫ লাখ ৪৫ হাজার এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ৫৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।