রাশিয়াকে উপযুক্ত শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-জার্মানির
আন্তজাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধের প্রতিশোধ হিসেবে রাশিয়াকে বড় ধরনের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ।
এদিকে ইউরোপীয় ইউনিয়নও জানিয়েছে, চীন রাশিয়াকে যদি কোনো ধরনের অস্ত্র সরবরাহ করে তবে ফের নিষেধাজ্ঞা দেওয়া হবে।
শুক্রবার ওয়াশিংটনে জার্মান চ্যান্সেলরের সাথে বৈঠক করেছেন বাইডেন। এসময় ইউক্রেনের জন্য আরও ৪০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
বাইডেন বলেছেন, ‘ন্যাটো মিত্র হিসেবে আমরা আমাদের বন্ধুদের শক্তিশালী করবো।’ আর শলজ বলেছেন, ‘যতদিন দরকার, ততোদিন দীর্ঘ মেয়াদে (ন্যাটো) মিত্রদের কিয়েভকে সমর্থন দেওয়া গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে।’
চীন রাশিয়াকে অস্ত্র দেওয়ার বিষয়টি সরাসরি নাকচ করে দিলেও এই ইস্যুতে বেইজিংয়ের ওপর কী ধরনের নিষেধাজ্ঞা দেওয়া যায় সে বিষয়েও মিত্রদের সাথে আলোচনা শুরু করেছে বাইডেন প্রশাসন।
সূত্র: আল জাজিরা