ইরা ইনফোটেকের শেয়ার বিক্রি করবে ব্যাংক এশিয়া
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ ইরা ইনফোটেকের শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ব্যাংকটি ওই কোম্পানির ৯৭ হাজার ৮৪৪টি শেয়ার বেচবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ারের মোট অফার মূল্য ৪৮ লাখ ৯২ হাজার ২০০ টাকা।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, ব্যাংকটিতে ইরা ইনফোটেকের শেয়ারহোল্ডিং পজিশন কমাতে শেয়ার বিক্রি করা হবে। কোম্পানির শেয়ারহোল্ডিং পজিশন বিদ্যমান ২০ শতাংশ থেকে ১০ শতাংশ করতে হবে।
ব্যাংকটির ৯৭ হাজার ৮৪৪টি শেয়ারের মূল্য ১ লাখ ৯১ হাজার ২৪ টাকা। এর মাধ্যমে ব্যাংকটি মোট মুনাফা করবে ৪৭ লাখ টাকা।