আজ: রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ইং, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৬ মার্চ ২০২৩, সোমবার |

kidarkar

বাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন অভিনেত্রী

বিনােদন ডেস্ক : নিজের জন্মদাতা বাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন তামিল অভিনেত্রী ও রাজনীতিক খুশবু সুন্দর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানান মাত্র ৮ বছর বয়স থেকে তার বাবা তার ওপর যৌন নির্যাতন চালিয়ে এসেছেন। ছোটবেলায় ভয় পেলেও এ বিষয়ে মুখ খোলেন তার বয়স যখন ১৫, তখন। খবর হিন্দুস্তান টাইমসের।

মোজো স্টোরির জন্য দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয় যখন একটি শিশুর ওপর নির্যাতন চালানো হয় তখন সেই ক্ষতটা তার সঙ্গে আজীবন থেকে যায়। সেটা ছেলে, মেয়ে নির্বিশেষে সবার জন্যই প্রযোজ্য। আমার মাকে বিয়ের পর থেকে ভীষণ অত্যাচার সইতে হয়েছে। আমার বাবা এমন একজন মানুষ ছিলেন যিনি ভাবতেন বউ পেটানো বুঝি তার জন্মগত অধিকার। মেয়েকে যৌন হেনস্থা করাও বুঝি তার অধিকারের মধ্যেই পড়ে। আমার ওপর যৌন অত্যাচার শুরু হয় যখন আমার বয়স মাত্র ৮! ১৫ বছর বয়সে গিয়ে আমি এই বিষয়টা নিয়ে কিছু বলার সাহস জুগিয়ে উঠতে পারি।’

তার ভয়ের জায়গা ছিল, হয়তো তার কথা কেউ বিশ্বাস করবে না। অভিনেত্রীর কথায়, ‘আমার একটাই ভয় ছিল, আমি ভাবতাম মাকে বললে বুঝি মা বিশ্বাস করবে না, কারণ আমি মাকে এমন অবস্থায় থাকতে দেখেছি যেখানে তার অটুট বিশ্বাস ছিল যে, যাই হয়ে যাক আমার স্বামী ঈশ্বরতুল্য। কিন্তু যখন আমার ১৫ বছর বয়স হলো তখন আমি ঠিক করি যে অনেক হয়েছে আর না। এরপর থেকে আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করি।’

এরপর থেকে অবর্ণনীয় দুঃখ-কষ্ট নেমে আসে মা-মেয়ের জীবনে। তার ভাষায়, ‘আমার তখন ১৬ বছরও হয়নি, তখন তিনি (বাবা) আমাদের ছেড়ে চলে যান। একবারও ভাবেননি যে পরদিন থেকে আমরা কী খাব, কোথায় থাকব।’

অভিনেত্রী খুশবু সুন্দরের রাজনৈতিক জীবনের হাতেখড়ি হয় ডিএমকে পার্টির হাত ধরে। পরবর্তীতে তিনি দলবদল করে কংগ্রেসে যান এবং সবশেষে সরকারি দলের টিকিটে সংসদ নির্বাচন করেন। যদিও সেবার তিনি তার সাবেক দলের প্রার্থীর বিপক্ষে ভোটে পরাজিত হন। শিশুশিল্পী হিসেবে হিন্দি ছবিতে অভিনয় শুরু করলেও পরবর্তীতে জনপ্রিয়তা পান দক্ষিণী ছবিতে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.